Hope Polytechnic Institute
নিউজ:

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/টেক্সটাইল শিক্ষাক্রমে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার এবং টেক্সটাইল টেকনোলজিতে ভর্তি চলছে। ভর্তিচ্ছু প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা: ৮৭, এম. এ. বারী রোড, গল্লামারী, খুলনা। মোবাইল: ০১৭৬০-০৮৮১৫৬, ০১৭১০-৮৬২৩২৩।

সিএসএস-এর মাননীয় নির্বাহী পরিচালক মহোদয়ের বাণী

Hope Polytechnic Institute

 

সাম্প্রতিক সময়ে বিশ্ব যখন অর্থনৈতিক মন্দায় ধুঁকছে, বেকারত্ব যেখানে  বাসা  বেঁধেছে সেখানে উৎপাদনশীল কারিগরি  শিক্ষাই তো মুক্তির প্রশস্ত পথ হতে পারে এতে কোনো সন্দেহ নেই। তাই যারা কারিগরি শিক্ষার মিছিলে, একই ছাতার নিচে একত্রিত হয়ে কারিগরি শিক্ষাকে এগিয়ে নেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আমাদের মত তৃতীয় বিশ্বের দেশগুলো ক্ষুধা–দারিদ্র, রোগ–ব্যাধি জেন্ডার বৈষম্য, সাম্প্রদায়িকতা, রাজনৈতিক অস্থিরতা  ইত্যাদি সমস্যায় জর্জরিত হয়েও মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে। সেখানে কারিগরি শিক্ষার মাধ্যমে উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক     মুক্তির মাধ্যমে সমস্যাগুলো  সুন্দরভাবে মোকাবেলা করা সম্ভব। যেখানে উন্নত দেশগুলো প্রতিবছর বিভিন্ন দেশে রোবট রপ্তানী করছে সেখানে আমাদের রয়েছে কর্মঠ জীবন্ত রোবট। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দেওয়া ও উন্নয়নের স্বাদ নেওয়া সম্ভব। ইতোমধ্যে অবশ্য আমরা কারিগরি শিক্ষা প্রসারের সাথে সাথে উন্নয়নের ছোঁয়া পেতে শুরু করেছি।  বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, সে লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, একসাথে কাজ করতে হবে আর কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে সে লক্ষ্যে পৌঁছানোর কাজটা অনেক সহজ হবে। কারিগরি শিক্ষার প্রসার ও মান উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর সাথে আমরা একাত্মতা ঘোষণা করে সে অনুযায়ী কাজ করে চলেছি আর তারই ধারাবাহিকতায় সিএসএস’র ওয়েবসাইটের পাশাপাশি হোপ পলিটেকনিক ইনস্টিটিউট এর নিজস্ব ওয়েবসাইটের যাত্রা শুরু হল। সেখানে সকলকে স্বাগত জানাই। আশা করি এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবেন। তাদের জানা–শোনাকে আরও বেশি শাণিত করবে। আপনাদের সকলের প্রত্যাশা পূরণে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে এই আশাবাদ ব্যক্ত করি।  সকল শিক্ষার্থীদের পড়াশোনা ও পরবর্তী কর্মজীবন অধিক মসৃণ হয়ে উঠুক এই শুভ কামনায়…………

রেভারেন্ড মার্ক মুন্সী

নির্বাহী পরিচালক

সিএসএস, বাংলাদেশ।

Top