Hope Polytechnic Institute
নিউজ:

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/টেক্সটাইল শিক্ষাক্রমে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার এবং টেক্সটাইল টেকনোলজিতে ভর্তি চলছে। ভর্তিচ্ছু প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা: ৮৭, এম. এ. বারী রোড, গল্লামারী, খুলনা। মোবাইল: ০১৭৬০-০৮৮১৫৬, ০১৭১০-৮৬২৩২৩।

ভর্তির তথ্য বিবরণী

৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম

টেকনোলজিভিত্তিক প্রাতিষ্ঠানিক ব্যয়সমূহ

টেকনোলজিসমূহ

আসন সংখ্যা

ভর্তি ফি

মাসিক বেতন

সেমিস্টার ফি

     মোট খরচ      (৪ বছর)

সিভিল

৫০

৩,৫০০.০০

১,২০০.০০

২,৩০০.০০

৭৯,৫০০.০০

ইলেকট্রিক্যাল

৫০

৩,৫০০.০০

১,২০০.০০

২,৩০০.০০

৭৯,৫০০.০০

মেকানিক্যাল

৫০

৩,৫০০.০০

১,২০০.০০

২,৩০০.০০

৭৯,৫০০.০০

কম্পিউটার

৫০

৩,৫০০.০০

১,২০০.০০

২,৩০০.০০

৭৯,৫০০.০০

টেক্সটাইল

৫০

৩,৫০০.০০

১,২০০.০০

২,৩০০.০০

৭৯,৫০০.০০

 

(উপরোক্ত ফিসসমূহ রেজিস্ট্রেশন ফি, বোর্ড পরীক্ষার ফি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফি, নবীনবরন, শিক্ষাসফর ইত্যাদি ফি ব্যতীত)

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল শিক্ষাক্রমে ভর্তির আবেদনের শর্তাবলী:

 যে কোনো সালে এসএসসি/সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগপ্রাপ্ত অথবা জিপিএ ২.০০ প্রাপ্ত শিক্ষার্থীগণ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

আবেদনপত্রের সাথে সংযুক্তিসমূহ:
* সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত রঙিন ছবি।
* স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত প্রশংসাপত্র ও মূল নম্বরপত্রের ফটোকপি।

সুবিধাসমূহ:

১। সিএসএস এর নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে ইনস্টিটিউটের “উপবৃত্তি প্রদান নীতিমালা”-এর আলোকে মাসিক সর্বোচ্চ ১,২০০ টাকা হারে বৃত্তি প্রদান।

২। দূরের ছাত্রছাত্রীদের জন্য থাকা-খাওয়া বাবদ স্বল্প খরচে আলাদা আলাদা হোষ্টেলের সুব্যবস্থা।

৩। ইনস্টিটিউট এবং হোস্টেলে নিজস্ব জেনারেটরের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সুব্যবস্থা রাখা।

৪। শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব।

Top