Hope Polytechnic Institute
নিউজ:

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/টেক্সটাইল শিক্ষাক্রমে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার এবং টেক্সটাইল টেকনোলজিতে ভর্তি চলছে। ভর্তিচ্ছু প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা: ৮৭, এম. এ. বারী রোড, গল্লামারী, খুলনা। মোবাইল: ০১৭৬০-০৮৮১৫৬, ০১৭১০-৮৬২৩২৩।

মেকানিক্যাল টেকনোলজি

কোর্সের নাম: ডিপ্লোমা-ইন-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

ডিপার্টমেন্টে শিক্ষকমন্ডলী:

নাম পদবি
কাইফিয়া আজমিরা জুনিয়র ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান
মিতালী ঘোষ জুনিয়র ইন্সট্রাক্টর
মোঃ মাসুদ মল্লিক জুনিয়র ইন্সট্রাক্টর
   

 

 

মেয়াদ : ৪ বছর (৮ পর্ব)

কোর্সের আলোকপাত: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা-ইন-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে রয়েছে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাব। প্রশিক্ষিত শিক্ষকমন্ডলির সহোযোগিতায় নিয়মিত পাঠদান ও সর্বোচ্চ ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা। রয়েছে ব্যবহারিকের জন্য প্রত্যেক শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাঁচামাল সরবারহের ব্যবস্থা।

চাকুরির সম্ভাবনা: হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে নিজস্ব জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে বের হওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে অন্যান্য টেকনলজি তুলনায় চাকুরী প্রাপ্তির অধিক নিশ্চয়তা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করা প্রার্থীরা সাধারণত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষ প্রকৌশলী হিসাবে চাকুরির সুযোগ পায়। যেমন: কলকারখানা, গার্মেন্টস, জাহাজ নির্মাণ কোম্পানি , ডক ইয়ার্ড, ওয়ার্কসপ, ইপিজেড, বিআরটিএ, বিআরটিসি, ওয়াসা, ডিইএসএ, ডিইএসকো, গ্যাস ফিল্ড, ইত্যাদি। এছাড়াও রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ও টেনিং সেন্টারে  চাকুরির সুযোগ। দেশের বাইরেও দক্ষ প্রকৌশলী হিসাবে রয়েছে চাকুররি অনন্য সুযোগ। মেকানিক্যাল হতে পাস করার পর অনেক ক্ষেত্রেই প্রার্থী ব্যবসার মাধ্যমেও স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়।

মেকানিক্যাল ল্যাব 

       

 

Top