আমাদের সম্পর্কে

খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি(সিএসএস) একটি জনকল্যাণব্রতী সেবা সংস্থা যা ১৯৭২ সাল হতে এদেশের দুঃখ ক্লিষ্ট মানুষের সেবা করে আসছে। দ্ররিদ্র মানুষ যখনই বিপদগ্রস্ত হয়েছে তখনই সিএসএস তার সার্বিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। যুগোপযোগী কর্মসূচী বাস্তবায়ন করা সংস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এরই ধারাবাহিকতায় দেশের দক্ষিণবঙ্গে খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র তথা খুলনা বিশ্ববিদ্যালয়য়ের অতি সন্নিকটে ২০১১ খ্রিস্টাব্দে হোপ পলিটেকনিক ইনস্টিটিউট (এইচপিআ্ই) স্থাপিত হয়। অত্র ইনস্টিটিউট উক্ত বছরেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এ তিনটি টেকনোলজি নিয়ে ১ম বর্ষ, ১ম পর্বের ক্লাস শুরু করে। অতঃপর ২০১৮ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক কম্পিউটার টেকনোলজি ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের টেক্সটাইল টেকনোলজির অনুমোদন নিয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ হতে কম্পিউটার টেকনোলজি চালুর মাধ্যমে উক্ত টেকনোলজিতে ১ম পর্বে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ হতে টেক্সটাইল টেকনোলজিতে ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু করা হবে।

অত্র ইনস্টিটিউট-এ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা এর অধীন যে সকল টেকনোলজি পরিচালিত হচ্ছে তা হল-

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের টেকনোলজিসমুহ:
১। সিভিল টেকনোলজি
২। ইলেকট্রিক্যাল টেকনোলজি
৩। মেকানিক্যাল টেকনোলজি
৪। কম্পিউটার টেকনোলজি

ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের টেকনোলজি:

১। টেক্সটাইল টেকনোলজি

হোস্টেল ইনফরমেশন:

৩ জন হোস্টেল ওয়ার্ডেন, ৩ জন কুক এবং ২ জন সাপোর্টিং স্টাফদের ইনস্টিটিউট কর্তৃক বেতন প্রদানের মাধ্যমে অধ্যক্ষ মহোদয়ের তদারকিতে শিক্ষার্থীদের থাকা-খাওয়া বাবদ স্বল্প খরচে ২০০ শয্যাবিশিষ্ট ছাত্র ও ছাত্রীদের পৃথক পৃথক ২টি হোস্টেল পরিচালিত হচ্ছে।