কোর্সের আলোকপাত: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর আওতাধীন ডিপ্লোমা-ইন-কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে আমাদের রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব। প্রশিক্ষিত শিক্ষকমন্ডলীর সহোযোগীতায় নিয়মিত পাঠদান ও সর্বোচ্চ ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা।
মেয়াদ : ৪ বছর (৮ পর্ব)
চাকুরির সম্ভাবনা: হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে নিজস্ব জব প্লেসমেন্ট সেল। ডিপ্লোমা-ইন-কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে বের হওয়ার সাথে সাথেই রয়েছে চাকুরি প্রাপ্তির নিশ্চয়তা। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমাধারী প্রার্থীরা সাধারণত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ পায়। যেমন: ১. পাওয়ার প্লান্ট, পিডিবি, পল্লীবিদ্যুৎ, ডেসকো, ওয়াসা-সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান। ২. সরকারী-বেসরকারী ব্যাংক ও বীমা কোম্পানিগুলোতে মেন্টেইন্যান্স ও আইটি অফিসার হিসাবে। ৩. শিল্প কারখানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি। ৪. কম্পিউটার ইন্ডাস্ট্রি ৫. ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সেক্টর। ৬. সরকারী-বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট ইত্যাদি। এছাড়াও রয়েছে বিভিন্ন সরকারি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ। তাছাড়া দেশের বাইরেও দক্ষ প্রকৌশলী হিসাবে রয়েছে চাকুরির সুযোগ।