টেকনোলজিভিত্তিক প্রাতিষ্ঠানিক ব্যয়:

টেকনোলজিসমূহ

আসন সংখ্যা

ভর্তি ফি

মাসিক বেতন

সেমিস্টার ফি

মোট খরচ (৪ বছর)

সিভিল টেকনোলজি

৫০

৩,৫০০

১,৩০০

২,৮০০.০০

৮৮,৩০০.০০

ইলেকট্রিক্যাল টেকনোলজি

৫০

৩,৫০০

১,৩০০

২,৮০০.০০

৮৮,৩০০.০০

মেকানিক্যাল টেকনোলজি

৫০

৩,৫০০

১,৩০০

২,৮০০.০০

৮৮,৩০০.০০

কম্পিউটার টেকনোলজি

৫০

৩,৫০০

১,৩০০

২,৮০০.০০

৮৮,৩০০.০০

(উপরোক্ত ফিসসমূহ রেজিস্ট্রেশন ফি, বোর্ড পরীক্ষার ফি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফি, নবীনবরন, শিক্ষাসফর ইত্যাদি ফি ব্যতীত)



ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তির আবেদনের শর্তাবলী:

যে কোনো সালে এসএসসি/সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগপ্রাপ্ত অথবা জিপিএ ২.০০ প্রাপ্ত শিক্ষার্থীগণ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

আবেদনপত্রের সাথে সংযুক্তিসমূহ:

১) এসএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল নম্বরপত্র।
২) যে শিক্ষাপ্রতিষ্ঠান হতে পাস করেছে উক্ত প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত মূল প্রশংসাপত্র।
৩) এসএসসি বা সমমান পরীক্ষায় পাসের রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি।
৪) ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৫) প্রার্থীর ডিজিটাল জন্ম সনদের সত্যায়িত ফটোকপি।
৬) পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

সুবিধাসমূহ:

১) সিএসএস এর নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে ইনস্টিটিউটের “উপবৃত্তি প্রদান নীতিমালা”-এর আলোকে মাসিক সর্বোচ্চ ১,২০০ টাকা হারে বৃত্তি প্রদান।
২) দূরের ছাত্রছাত্রীদের জন্য থাকা-খাওয়া বাবদ স্বল্প খরচে আলাদা আলাদা হোষ্টেলের সুব্যবস্থা।
৩) ইনস্টিটিউট এবং হোস্টেলে নিজস্ব জেনারেটরের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সুব্যবস্থা রাখা।
৪) শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব।
৫) প্রতি সেমিস্টারে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা কর্তৃক ৪,০০০.০০ (চার হাজার) টাকা উপবৃত্তি প্রদান করা হয়।
৬) ফুটবল ও ক্রিকেট খেলার জন্য রয়েছে নিজস্ব খেলার মাঠ।
৭) সহোদর কোনো ভাই বা বোন ভর্তি হলে তাদের মধ্যে ১ জন অর্ধ বেতনে অধ্যয়ন করতে পারবে।
৮) এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফি সম্পূর্ণ মওকুফ করা হবে এবং ৩য় পর্বে বিনা বেতনে অধ্যয়ন করতে পারবে।
৯) এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৪.০০-৪.৯৯ প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফি সম্পূর্ণ মওকুফ করা হবে।

ভর্তির নীতিমালা-২০২৪

ভর্তির নীতিমালা

২০২৪

অনলাইনে দেখুন ডাউনলোড করুন